বয়েমেতে ভুত পুরে সিন্দুকে রাখো
দুষ্টামি, ভুতরামি আর হবে নাকো।
ভুত নাকি রাস্তায় গান গেয়ে ডাকে,
প্যান্ট ভিজে ভীতুটার, ঠক ঠক কাঁপে।
কানে গুজ হেডফোন গান ছাড় জোরে,
তারপর হাঁটা দাও পাকা রোড ধরে।
চিল্লিয়ে হয়রান, ভুত ফ্যা ফ্যা ঘোরে,
হেডফোনে ভলিউম, সাউন্ড ব্যারিয়ারে।
ভুত নাকি নেচে নেচে, আসে ভয় দেখাতে,
এর সমাধান যেটা, একটু তা ক্ষেপাটে।
দেখ দেখ বেশি করে হলে গিয়ে সিনেমা,
নাচ গান ভাড়ামি, থাকবেনা দামামা।
নায়িকার নাচাকুদা দেখ যদি দুচোখে,
ভুত কিগো পারবে ভড়কাতে এযুগে?
খাঁদা বোঁচা সখিদের নাচগুলো সব হট,
ভুত নাচে পারবে কি? চাকরিই হবে নট।
তারপরও যদি ভুত জোর করে নেচে যায়,
বলে দিও তুমি ঐ সিনেমার কেউ নয়।
চান্স যদি চায় নিতে সখি কিবা নায়িকার,
ওখানেতে গিয়ে যেন গড়ে নেয় ক্যারিয়ার।
===