এই এলাকায় আছে কিছু, ভুত জগতের চর,
কল্লাগুলো তিনকোনা আর, লম্বা তাদের ধর।
হেথার কথা ভুতের কানে, লাগানোই যে কাজ,
ধরতে তাদের এইখানেতে, ফাঁদ পেতেছি আজ।
পড়লে ধরা, ধরবো চেপে, কাঁথা চেপার কৌশলে,
হাড্ডি বদের! কানপড়া দাও? ভাগ ব্যাটা তোর সব ফেলে!
আবার যদি, দেখি তোদের, এ পাড়ার এই তল্লাটে,
ধরবো আবার, ছাড়বো নাতো, মারবো তোর ঐ কল্লাতে।
ভুত ব্যাটাকে, যা বলে দে, পারলে আসুক নিজ রূপে,
দেখাক তাদের কুশ্রী বদন, করবে বমি সব লোকে।
যা হবার ঐ প্রথম দিনেই, ভয় পাবে না এর পরে,
বন্ধু বেশে থাকলে তো বেশ, নাইলে ধোলাই পিঠজুড়ে।
===