তফাৎটা বেশ ভালো, কবিতা ও ছড়াতে,
তুলনা কি হবে বলো, পিঠা আর বড়াতে?
কবিতার ভাব বেশি, ছড়াগুলো পলকা,
ছড়াগুলো খেলে পরে, লাগে বড় হালকা।
কবিতার ওজনে, হয় বুঝি গুরুপাক,
মনযোগ নাহি দিলে, ভাব হবে বরবাদ।
কবিতা যে ক্যাপসুল, ভাব ঘন কত রে,
ছড়াগুলো ভিটামিন, স্বাদে যেন সিভিট-এ।
ছড়াবাজ লেখে ছড়া, পারে না তো কবিতা,
মাঝে যদি থাকে ভাব, হতে পারে ছড়িতা।
আগেকার কবিরা, লিখে গেছে কবিতা,
রবী বাবু, নজরুল, ছন্দেতে মিলে তা।
ফররুখ, জসীমের, ভাব ছিল যে গভীর,
ছন্দেতে গুরু তাঁরা, কভু নত নয় শির।
কিংবা নজরুলে, বিদ্রোহী কবিতায়,
ছন্দেতে জ্বলজ্বলে, সন্দেহ নাহি তায়।
তবে কেন আজ বল, কবিতায় লাগে ভয়?
প্রকাশের কালে সেথা, ছন্দটা দুরে রয়?
====
অতিরিক্ত তথ্য:
http://www.wikihow.com/Write-a-Rhyming-Poem
http://en.wikipedia.org/wiki/Rhyme
http://www.sachalayatan.com/eeeboy/14943#comment-70856
http://www.sachalayatan.com/eeeboy/14943#comment-70745
http://bn.wikipedia.org/wiki/বিদ্রোহী_(কবিতা)
===