চিন্তা কেন এ্যাত,
যদি ভুতে ধরে,
করে যদি আলাদা,
মাথা আর ধড়ে।
সোজা চলে যাবে উড়ে,
ওদের ঐ জগতে,
মজা হবে কত বল,
পেত্নীটা মুফতে।
বোনাস তো আরো আছে,
বোঝো না কি ভায়া,
ভয় দেখাতে এসে,
করবে কি মায়া?
তবে কেন অযথা,
ভুতকে যে ভয় পাও,
দেখা হলে ডেকে তাকে,
বলো মোরে দলে নাও।
এরকম যদি কর,
এর পর থেকে,
ভুত মুখোমুখি হলে,
যাবে সটকে।
===