লাইনে থাকুন লাইনে রাখুন,
ডাইনে দেখুন, অল্প হাসুন,
সামনে দেখুন, একটু বসুন,
খুকখুকিয়ে একটু কাশুন।
এবার বলুন, হালুম হুলুম,
বোতল রেখে, আস্তে টলুন,
দেখলে ম্যাডাম, হ্যাল্লো করুন,
ঘামছে কেন? জ্যাকেট খুলুন।
ছাগল গরু দেখলে বুঝুন,
পাশ কাটিয়ে আস্তে চলুন,
ট্রাফিক পুলিশ দেখলে পরে,
বীরের বেশে সটকে পড়ুন।
সাইনবোর্ডেতে লিখছে যেগুন,
পারবে নাতো পড়তে সেগুন,
সামনে ওয়ালা যেদিক যাবে,
আর কি করা সেদিক ঘুরুন।
পাল্লা দেয়া এড়িয়ে চলুন,
নাক পিছিয়ে রাস্তা ছাড়ুন,
এদিক ওদিক সাইড না কেটে,
লাইনে থাকুন, লাইনে রাখুন।
প্রজন্ম ফোরামে করা মন্তব্য গুলোও রেখে দিলাম
যারে নিয়ে লিখিনু,
পারবে কি পড়তে,
কত ভালু কথামালা,
পারবেনা ধরতে!
নিখাপড়া লাগে নাকি,
চিনলেই ছাগলে,
পায় নাকি লাইসেন্স,
মন্ত্রীর স্মাইলে!
রোড সাইন লেখা হলে,
বুঝবে সে কি ছাতা!
ইঞ্জিন ম্যানুয়াল,
প্রোহিবিট সে মাথা!
বামে প্যাঁচ লেখা সেথা,
কষে মারে ডাইনে,
পার্টস ভেঙ্গে হাতে তার,
ধরবো কি আইনে?
—
আপনি কি গাড়ি চালান ?
মাঝে মাঝে চালাইতো,
ছিলো গাড়ি নিজেরই,
আপাতত নাই সেটা,
নয় মোটে আনাড়ি।
বিভূঁইয়ে নিজ গাড়ি,
রোজ নিজে চালাতাম,
ছোট খাটো মেরামত,
মাস্ট নিজে করতাম।
চাকুরীতে ছিল বাইক,
চালানো রোজ কাজ,
আপাতত নাই তাও,
গ্যালারীতে খৈ ভাজ।
——
কারে নিয়া লিখছেন
কোন কিছুর গভীরেই ঢুকতে পারি না আজব
মন দিয়ে খোঁজো যদি,
পাবে খুঁজে সেই লাদি।
ছেড়েছিলো সূধীজন,
ভোলেনি এ পাপী মন।
======
==========
গরু-ছাগল চেনা এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি
গ-তে গরু, ছ-তে ছাগল, অতঃপর মৃত্যুর মিছিল……
ড্রাইভারেরা গরু ছাগল চিনে B-) B-)) =p~ =p~
বাসচালক শহিদুল কি গরু-ছাগল চেনেন না?
সাহস তো কম নয়
গডফাদার চিনিস না?
লাইনে থাকার হুমকিটা
ভুলেও আর দিস না।
দেশ স্বাধীন করেছি কি?
লাইনেতে থাকতে?
বাপের দেশ, চাচার দেশ
যেমন খুশি নাচতে।
আরে বোকা শোন তবে, গরুর যে দুই শিং
লাগে কাজে অনেকের
মানবজীবন?
অর্থহীন!
আছে যা দেশেতে
অঢেল আর অফুরান
মাঝে দু’এক পিস সটকে গেলে
কে রাখে কার ধ্যান?
এজন্যেই তো জনস্বার্থে
গরু-ছাগল চেনা ‘ডিরাইবার’
ইসটিয়ারিং হাতে মামা
ওরে ঝাক্কাস! ম্যাকগাইভার।
ডলা আর পেষাতে
আহা কি যে শান্তি।
ভয় পাই থোড়াই মোরা
আছে না! …. মন্ত্রী!!