রমজান এলো বলে,
গাড়ি ভাড়া বাড়লো,
রমজান এলো বলে,
যানজট ধরলো।
যানজট এড়াতে,
ছুটি দেয় ইশ্কুল,
বাহ্ বাহ্ তালিয়া,
হয়নি কো কোনো ভুল।
পঁচা লাগে যানজট,
সমাধান সহজ এ,
লেখাপড়া ইশ্কুলে,
লাগে আর কি কাজে!
যানজট নিয়ে করে,
গবেষণা ভূয়া সব,
রমজান-ই সমাধান,
দিকে দিকে তোলো রব।
ছুটি দিয়ে পড়ালেখা,
যানজট সলুশন,
হীরকের রাজা ঐ,
ঠেকাবে এ পলুশন।
রমজানে দিনে দিনে,
খাওয়া দাওয়া বন্ধ,
সেহরী ও ইফতারে,
মৌ মৌ গন্ধ!
হিসেবটা এরকম,
দুইবার আহারে,
ছাড়িয়ে স্বাভাবিক,
খাবারের বাহারে।
রমজান এলো বলে,
খুশির ঐ জোয়ারে,
দামগুলো আকাশেতে,
যায় নাতো ছোঁয়ারে!
রমজান এলো বলে,
কাজ কামে ফাঁকি ভাই,
শর্টকাট অফিস আহ্,
সর্বদা এই চাই।