দস্যূ মোরা তস্কর তাই,
সৎ কাজেতে গররাজি,
থাকতে খোলা সহজ উপায়,
তাইতো চুরির পথ খুঁজি!
হৃদয় ভরা ভালবাসার,
ভক্তির খুদ পায় ঠেলে,
দস্যূগিরির বড়শি ফাঁদের,
খাদ্য পঁচা খুব গেলে।
সেরা চোরের মাল্য গলে,
নির্লজ্জ – তাও সেরা,
ছিবড়া বাসি গন্ধ বিষে,
হদ্দ বোকার – তার ছেঁড়া।
ভাবছে গবেট জিতছি খুবই,
আনছি নিয়ে হীরার হার,
সেই হীরাতেই করবে যে তোর,
গুপ্তধণের খবর বার।
সঙ্গে নেবে শিরদাঁড়াটা,
নত মস্তক রে কুঁজো,
করবে শোষণ জোঁকের মত,
চক্র দাসের পথ বুঝো!
=====================================
ব্যাখ্যা: cool
কমিউনিটি থেকে ভালবেসে তৈরী করা বিকল্প সফটওয়্যার (যা খুদের মত সামান্য হলেও ভক্তি-ভালবাসায় সেরা) ফেলে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার কুফল সম্পর্কে বলা হয়েছে এখানে। পাইরেসীর ফলে পুরষ্কার স্বরূপ কর্পোরেটদের শোষনের বড়শি গলায় আটকাবে; বাতিল, ফল্টি এবং ক্ষতিকারক কোডে ভরা জিনিষ নিজের কম্পিউটারে নেয়া হবে। এরপর নিজের ডেটার সিকিউরিটি’র বারটা বাজাবে (স্কাইপি কেলেঙ্কারী, প্রিজম তথা স্নোডেন কেস ইত্যাদি)। বোনাস হিসেবে চোরের তকমার হীনমন্যতা আর শোষিত হওয়ার ক্রিতদাস-চক্রে প্রবেশ। আক্কেলমান্দকে লিয়ে ইশারাই কাফি …. ….
বিশাল জিনিষ ভাই, সহ্য করে নিতে পারলে হয়।