নদীর পাড়েতে কাশবন সাদা,
মুগ্ধতা চোখে চাওয়া,
হয়নি তো কভু অসীমে তাকিয়ে,
উদাসী মনের হাওয়া।
জোৎস্না আকাশে, লুটায় খুশিতে,
কবিতা পড়ার ক্ষণ,
হল না প্রিয়া তোমায় শোনানো,
আবেগের অনুরণ।
গিটার বাঁশিতে সুরে সুরে কাঁদে,
কোথা কার মনে ব্যথা,
কখনো হয়নি তোর সনে রাণী,
চোখে ভরা মুগ্ধতা।
প্রাপ্তি যোগের অসীম খুশিতে,
উপচানো ডগমগ,
পিতা-মাতা বুকে ঝাঁপিয়ে পড়ার,
হয়নিকো খুশি যোগ।
প্রকৃতি নিটোল, অপরূপা ধরা,
দূর পৃথিবীর কোণে,
একা একা হায়, লাগেনিতো ভাল,
মেঘলা নিরল মনে।
বেঁচে থাকা ঐ বন্ধুর পথে,
পিছল্ আছাড়ে সোজা,
ব্যস্ত রেখেছে প্রতি দিবানিশি,
প্রিয়কে হয়নি খোঁজা।
মন কোণে ঐ শখগুলো সব,
এখনও পূরণ বাকি,
আক্ষেপে কাঁদে, না পাওয়ার বোধ,
চাহিনা মুদিতে আঁখি।
== শব্দার্থ ==
অনুরণ –> অনুরণন
অনু-রণন [ anu-raṇana ] বি. 1 একটি ধ্বনির অনুবর্তী ক্রমশ বিলীয়মান ধ্বনিসমূহ; 2 প্রতিধ্বনি; 3 মৃদু প্রতিধ্বনিজাত ক্ষীণতর ধ্বনিসমূহ। [সং. অনু + √ রণ্ + অন]। অনু-রণিত বিণ. প্রতিধ্বনিত, ঝংকৃত।
নিরল – নিভৃত
নিভৃত [nibhṛta] বিণ. 1 অপ্রকাশিত, গুপ্ত, অন্তরালে রয়েছে এমন; 2 একান্ত (নিভৃত আলাপ); 3 নির্জন, বিজন, জনহীন (‘জনসংযোগ বর্জন করে এই নিভৃত স্হানে বাস করছি’: রাজ. বসু)। ☐ বি. গোপন বা নির্জন স্হান (নিভৃতে একটা কথা বলতে চাই)। [সং. নি + √ ভৃ + ত়]।
পিংব্যাকঃ ছাতা হারানোর দিনে … … | ছড়াবাজির আলুভাজি