আক্ষেপ

নদীর পাড়েতে কাশবন সাদা,
মুগ্ধতা চোখে চাওয়া,
হয়নি তো কভু অসীমে তাকিয়ে,
উদাসী মনের হাওয়া।

জোৎস্না আকাশে, লুটায় খুশিতে,
কবিতা পড়ার ক্ষণ,
হল না প্রিয়া তোমায় শোনানো,
আবেগের অনুরণ।

গিটার বাঁশিতে সুরে সুরে কাঁদে,
কোথা কার মনে ব্যথা,
কখনো হয়নি তোর সনে রাণী,
চোখে ভরা মুগ্ধতা।

প্রাপ্তি যোগের অসীম খুশিতে,
উপচানো ডগমগ,
পিতা-মাতা বুকে ঝাঁপিয়ে পড়ার,
হয়নিকো খুশি যোগ।

প্রকৃতি নিটোল, অপরূপা ধরা,
দূর পৃথিবীর কোণে,
একা একা হায়, লাগেনিতো ভাল,
মেঘলা নিরল মনে।

বেঁচে থাকা ঐ বন্ধুর পথে,
পিছল্ আছাড়ে সোজা,
ব্যস্ত রেখেছে প্রতি দিবানিশি,
প্রিয়কে হয়নি খোঁজা।

মন কোণে ঐ শখগুলো সব,
এখনও পূরণ বাকি,
আক্ষেপে কাঁদে, না পাওয়ার বোধ,
চাহিনা মুদিতে আঁখি।

 

== শব্দার্থ ==
অনুরণ –> অনুরণন
অনু-রণন [ anu-raṇana ] বি. 1 একটি ধ্বনির অনুবর্তী ক্রমশ বিলীয়মান ধ্বনিসমূহ; 2 প্রতিধ্বনি; 3 মৃদু প্রতিধ্বনিজাত ক্ষীণতর ধ্বনিসমূহ। [সং. অনু + √ রণ্ + অন]। অনু-রণিত বিণ. প্রতিধ্বনিত, ঝংকৃত।

নিরল – নিভৃত
নিভৃত [nibhṛta] বিণ. 1 অপ্রকাশিত, গুপ্ত, অন্তরালে রয়েছে এমন; 2 একান্ত (নিভৃত আলাপ); 3 নির্জন, বিজন, জনহীন (‘জনসংযোগ বর্জন করে এই নিভৃত স্হানে বাস করছি’: রাজ. বসু)। ☐ বি. গোপন বা নির্জন স্হান (নিভৃতে একটা কথা বলতে চাই)। [সং. নি + √ ভৃ + ত়]।

About ছড়াবাজ

ছড়াবাজ একটা অস্তিত্ব যা ছড়া রচনা করতে চায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে যে কথাগুলো স্বাভাবিক ভাবে বলা যায় না তা হয়তো ছড়ার চপলতায় বেরিয়ে আসবে। কখনো হয়তো ভাবের চোটে ছড়াগুলো কবিতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ছড়াবাজের ঠিকুজি, বয়স, লিঙ্গ, ধর্ম এসব এখানে অপ্রাসঙ্গিক। ছড়াবাজি মূলত চলে প্রজন্ম ফোরামে, এটা তার আরেকটা সংগ্রহশালা হয়ে থাকবে।
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

1 Response to আক্ষেপ

  1. পিংব্যাকঃ ছাতা হারানোর দিনে … … | ছড়াবাজির আলুভাজি

উত্তর দিন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s