ফিরে এসো হেথা, ওহে অভিমানী, ও হৃদয় সঞ্জীবনি,
চারিদিকে হায়, ধূ ধূ মরু দেখি, পথ চেয়ে দিন গুনি।
তুমি বিনা বাগে, ফোটে না কমল, খাঁ খাঁ শুনশান লাগে,
জল হীনা যথা, শুকালো শ্যামল, গুলশান খেলো ছাগে।
কত হাসি খেলা, গিয়াছো যে ভুলি, মিছে অভিমান রাগে,
পারবে কি সখা, আমা বিনা তথা, বেঁচে থাকা অনুরাগে?
গভীর প্রণয়ে, বাড়ে শুধু আশা, পাশাপাশি হৃদ সাথী,
ফিরে এসো প্রিয়, ঐ পথ ছাড়ি, বাহুডোরে বেঁধে রাখি।
খোঁজ করুন
বিভিন্ন ধরণের ছড়া
-
সাম্প্রতিক ছড়াসমূহ
ছড়ার গুদাম
ছড়ার ইতিহাস
সাম্প্রতিক মন্তব্যসমূহ
স্মৃতির জাবর প্রকাশনায় উদাসীন আটপৌরে গপ্পো প্রকাশনায় উদাসীন ঝগড়া প্রকাশনায় রিং আলোড়িত আবেগ প্রকাশনায় রিং সংযমেতে থাকছি বেশ! প্রকাশনায় রিং ব্যাডলাক খারাপ ছিল প্রকাশনায় ছড়াবাজ ব্যাডলাক খারাপ ছিল প্রকাশনায় abusufiansiam বেলাইক প্রকাশনায় সুখেন্দু বিশ্বাস বৃষ্টি কড়চা প্রকাশনায় সুখেন্দু বিশ্বাস ওস্তাদি বাদ দে প্রকাশনায় রিং বেলাইক প্রকাশনায় রিং ওস্তাদি বাদ দে প্রকাশনায় সুখেন্দু বিশ্বাস ব্যাকডেটেড প্রকাশনায় সুখেন্দু বিশ্বাস ভালোর রকমফের প্রকাশনায় ছড়াবাজ ভালোর রকমফের প্রকাশনায় সুখেন্দু বিশ্বাস
ভালো লাগলো