পায়ের নিচে নাই যে মাটি,
এবার আমি কোথায় হাঁটি,
বিশ্বাসে নাই দেশখানা তাই,
পা চাটাতে মগজ খাটাই।
সম্মানবোধ হারিয়ে গেছে,
ল্যাংটা ঘুরি পাগল সেজে,
হাসলে হাসুক লোকগুলো ভাই,
জারজ আমি দেশ বেঁচে খাই।
ধুনফুন সব যুক্তি সাজাই,
ভিন্ন দেশের বাদ্য বাজাই,
সম্মানহীন চোরের এ মন,
পুচ্ছে সাজাই ময়ুর পেখম।
চলছে লড়াই চলবে জোরে,
কেউকি আছে থামায় মোরে?
যাবার আগে এই বলে যাই,
আমার বাবা ঐ দাদাভাই।