পিকনিক ঝিকমিক,
সব ভুল, ঠিক ঠিক!
নাস্তাটা হবে বাসে,
টি-শার্ট রবে পাশে।
আনন্দে গড়াগড়ি,
টাইমিং কড়াকড়ি।
মজা হবে, নাচ হবে,
খানাদানা করে সবে।
গরমেতে ঘামাঘামি,
নাচে নয় থামাথামি;
ডিগবাজি ক্রিকেটে,
র্যাফেলের টিকেটে।
বাসে বসে, ঘুম দিলে,
ছবি তুলি, সবে মিলে।
পোজ দেই, ভাব নিয়ে,
দেয়ালিকা, ছবি দিয়ে।
ফিরি ফের, একই নীড়ে,
ক্লান্তিতে, স্মৃতি ভীড়ে;
ফের কবে, চেয়ে থাকি,
স্মৃতিকণা, তুলে রাখি।