খবরটা যদি দিতে, কিছুক্ষণ আগে,
লবণটা কিনে নিয়ে আসতাম সাথে।
ছিলে কেটে পুড়িয়ে, লবণের ছিটা,
দেখতাম চেখে চেটে, কতটুকু তিতা।
পুড়ে পুড়ে অঙ্গার, হলে পরে সোনা,
বড়লোক হল কি না, দেখি দিয়ে গোনা।
পুড়ে খাঁটি হলে পর, আঘাতেই শত,
বুঝতাম ভাঙে কিনা, টেকসই কত।
হৃদয়টা ভেঙেচুরে, কয়লার মত,
ময়লার অসুবিধা, আর হবে নাতো।
ইচ্ছের রাজা হয়ে, যেথা খুশি যাব,
যারে খুশি খেলিয়েই, এঁদো খুটে খাব!