কুতকুতে কয়লায়, ধুয়ে সব ময়লায়,
আজ আহা ফটফটে, ফিট-ফাট বাবু …
ঝকমকে স্মার্ট গাই, স্যূট-বুট সাদা টাই,
কয়লাকে আজ দেখে, প্রবাদটা কাবু!
পুরাতন দুরে যাক, একালের ওস্তাদ,
ধবধবে ক্লিন দেখে, উছলায় সুখে …
কয়লার সাথে মিশে, যন্ত্রনা নয় বিষে,
রাজি নয় সন্দেহে, খৈ ফোটা মুখে।
প্রবাদটা হলে ভুল, কিছু নয় ভণ্ডুল,
তানাহলে দেখা ফের, ধরা খাওয়া দল,
বার বার ঠেকে শেখা, বোকা সাজা তাই সখা,
সিঁদুরে ও মেঘ দেখে, কী যে করি বল?
বাহ! চমৎকার!!
শুভেচ্ছা রইল ছড়াবাজ
থ্যাংকু!