ফাঁকা মাঠে ছাড়া ইচ্ছামত,
ছক্কা পাঞ্জা মেরে,
সেদিনের সেই নেংটিগুলো,
উঠেছেন বেড়ে ধেড়ে!
পকেট ভরা নেংটি নিয়ে,
ঘুরলাম কতকাল,
কোনোদিন কোনো ক্যাচালে যাইনি,
মারিনিকো কোনো ফাল;
তবুও যদি কুটুস করে,
কখনো কামড়ে দেই,
রাজা-উজিরেও উল্টাবে তবে,
হারিয়ে চাপার খেই।
চুপচাপ দেখি বসিয়া আড়ালে,
বোম-ভোলানাথ হয়ে,
মাত্রা ছাড়ালে ভেবোনাকো চাঁদু,
চিরকাল যাব সয়ে।
Like this:
Like লোড হচ্ছে...
Related
About ছড়াবাজ
ছড়াবাজ একটা অস্তিত্ব যা ছড়া রচনা করতে চায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে যে কথাগুলো স্বাভাবিক ভাবে বলা যায় না তা হয়তো ছড়ার চপলতায় বেরিয়ে আসবে। কখনো হয়তো ভাবের চোটে ছড়াগুলো কবিতার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
ছড়াবাজের ঠিকুজি, বয়স, লিঙ্গ, ধর্ম এসব এখানে অপ্রাসঙ্গিক।
ছড়াবাজি মূলত চলে প্রজন্ম ফোরামে, এটা তার আরেকটা সংগ্রহশালা হয়ে থাকবে।