অনেক ভালোর রকমফেরে, ওলটপালট চিন্তা,
ভাবতে বসে চুল্কে মাথা, কাটলো যে এই দিনটা।
যাচ্ছে ভালো চোর চোট্টার, বাকবাকুম ঐ চামার,
ভেজালেতে লাল কারবার, কী এসে যায় আমার!
বস এসে খুব বললে হেসে, হবেই ভালো সবার,
আশার বেলুন চুপসে দেখি, হচ্ছে এ কী! ভাগাড়!
অকর্মা আর চোর-চোট্টায়, উপচে তেলের ভান্ড,
অয়েল ম্যাসাজ চলছে জোরে, দেখছি বসে কান্ড!
হচ্ছে ভালো সত্যিই তো, এই আকালের যুগে,
ডান্ডা ছাড়াই ঠান্ডা করা, অসম্মানে ভুগে!
চামচিকাদের লাত্থি খেয়ে, ভালই যদি হয়,
কাদায় নেমে যুদ্ধ করা, কম্ম মোদের নয়।
ভালোর ভারে ঘুরছে মাথা, নাইকো ভালোর শেষ,
ভাগতে হবে সব গুটিয়ে, এটাও ভালো বেশ।
ছড়াটাও দারুন মজার, যেন আলুভাজি,
মন্দখানা যাক দূরে যাক, ভালোর তোড়ে আজি।।
শুভেচ্ছা ছড়াকারকে।
ধন্যবাদ।
ছড়ার তোড়ে এদিক ওদিক উত্তরটা খুঁজি,
ঝোপ বুঝে কোপ মারছে সবাই, এটা ভালই বুঝি।