ভালোচনায় মন বসেনা, কেমন উড়ু উড়ু,
খাওয়া দাওয়ার ব্রেকগুলো যে কখন হবে শুরু …
হামলে পড়া ভক্ষণে,
গরীব সাহেব লক্ষণে!
চৌদ্দ পুরুষ নাঙ্গা ভূখা, বুকটা দুরু দুরু।
কানের কাছে বকর বকর, মনের জমা কথা,
অডিয়েন্সে অন্য কারো, মাথায় ধরায় ব্যাথা,
ধৈরা দিলে চটকনা,
আইডিয়াটা মন্দ না,
সেমিনারে আইছো ক্যারে, পার্কে যা না ব্যাটা!
Like this:
Like লোড হচ্ছে...
Related
About ছড়াবাজ
ছড়াবাজ একটা অস্তিত্ব যা ছড়া রচনা করতে চায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে যে কথাগুলো স্বাভাবিক ভাবে বলা যায় না তা হয়তো ছড়ার চপলতায় বেরিয়ে আসবে। কখনো হয়তো ভাবের চোটে ছড়াগুলো কবিতার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
ছড়াবাজের ঠিকুজি, বয়স, লিঙ্গ, ধর্ম এসব এখানে অপ্রাসঙ্গিক।
ছড়াবাজি মূলত চলে প্রজন্ম ফোরামে, এটা তার আরেকটা সংগ্রহশালা হয়ে থাকবে।