ইচ্ছে করে চুপটি করে বাবার বুকে লুকিয়ে থাকি,
তিন বেলাতে ছোট্ট হয়ে শুধুই মায়ের আদর মাখি।
সন্ধ্যা বেলার গল্প দাদু, কিংবা মাঠের বন্ধুরা সব,
আবার যদি পেতাম ফিরে, হুল্লোড়ে সব হোক কলরব!
কিংবা ধরো দাদুর কাছে, হতেম হিরো বানান বলে,
পাটকাঠিতে আগুন বিড়ি, ধরলে দিতো কানটা মলে!
বৃষ্টি স্রোতে নৌকা শোলা, কারটা আগে ডুবলো ঢিলে,
আমড়া পাতা নুনের সাথে, খাচ্ছি মোরা সবাই মিলে …
মুরগী ছানা ফুটলো বলে, গুলতি ঢিলে কাক তাড়ানো,
কুঁড়িয়ে গাঁথা শিউলি মালা, শিশির ভেঁজা ঘাস পাড়ানো।
শীত সকালে ওম রোদে ঐ, রসের ভাঁড় আর পিঠার মেলা,
বাঁশঝাড়েতে চড়ুইভাতি, সন্ধ্যা দুপুর শুধুই খেলা …
পড়লো মনে হঠাৎ করেই, গুমঢ়ে কাঁদে মনটা শুধু,
সব হারিয়ে স্মৃতির জাবর, যন্ত্র জীবন মরুর ধূ-ধূ …
==
(১৭-জুন-২০১৬)