চপ-পিঁয়াজু, বুট-ছোলা,
খেতাম রোজই দুই বেলা!
এখন মাস এই সংযমে,
একবেলাতে তাই কমে!
হালিম-খেজুর-শরবতে,
খেতাম সেতো রোজ বটে!
এই বেলা এই সংযমে,
একবেলাতে তাই কমে!
মাছের পেটি, দুধ-ভাতে,
থাকতো রোজ-ই দই পাতে!
সামলে চলার সংযমে,
একবেলাতে তাই কমে!
সব কিছুর-ই দাম চড়া,
খাচ্ছে মফিজ সব ধরা!
খাদ্য বিলাস রঙঢঙে,
শিক্ষা বিরাট সংযমে!
পেট খালি তাই মেজাজ টং,
কম সময়ে কাজের ঢং;
লেট অফিসে আর্লি শেষ,
সংযমেতে থাকছি বেশ!
==
(২৪-জুন-২০১৬)
সংযম আর সংযম
সংযমেতেই ভাসছে দেশ
ফাঁকিবাজি আর ফাঁকতালে
সংযমেরই দফাশেষ।।