Daily Archives: 26-ফেব্রু.-2017

বরাবর: কবি কাকপক্ষী

আবেগ যদি উপচে হৃদয়, না ভিজালো কপোল-চিবুক, কষ্ট শেলে দুমড়ে বেঁকে, ফাঁটলো যবে এই পোড়া বুক, অনল শেষে থাকলো পড়ে, সেইতো সেথায় কনক খাঁটি, শব্দগুলো সাজবে তখন, ফলন দেবে কবি’র মাটি। অশ্রু-লোনা ঊষরভূমি, সবুজ ফসল হয় না কভু, বিরান ধূ-ধূ  … বিস্তারিত পড়ুন

Posted in Uncategorized | Tagged , , , , | এখানে আপনার মন্তব্য রেখে যান