আবেগ যদি উপচে হৃদয়, না ভিজালো কপোল-চিবুক,
কষ্ট শেলে দুমড়ে বেঁকে, ফাঁটলো যবে এই পোড়া বুক,
অনল শেষে থাকলো পড়ে, সেইতো সেথায় কনক খাঁটি,
শব্দগুলো সাজবে তখন, ফলন দেবে কবি’র মাটি।
অশ্রু-লোনা ঊষরভূমি, সবুজ ফসল হয় না কভু,
বিরান ধূ-ধূ হালচাষে হায়, কাব্য দেয়ার চেষ্টা তবু;
বৃথাই শ্রম-এ গোবর মাথায়, দুপাশ মোছা গদ্য লেখা,
ময়ূরলেজে কাক কখনো, মধুর সুরে গায় না কেকা।
কাব্যমালা মনের খোরাক, উদরপুরে ট্যাকের জোরে,
খ্যাতির খ্যাতা পুড়াও ভায়া, অজাত কবি ঘুমাক দুরে।
কাটলে পোকা জোলাপ দিয়ে, তেল পানিতে ঠান্ডা মাথা,
উত্তেজনার ক্ষণিক সামাল, ক্ষমায় বাঁচে রূদ্র ব্যাথা।
======
শব্দার্থ:
অজাত: জন্মায়নি এমন; জন্মহীন (এই অর্থে শব্দটি অজাতো উচ্চারিত হয়); হীনজাতীয়, নীচজাতীয়; জারজ (এই অর্থে শব্দটি অজাত্ উচ্চারিত হয়)। নীচ জাতি বা বংশ, অঘর, যে জাতি বা বংশের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ চলে না
অনল: আগুন
ঊষর: যে মাটিতে ভালো ফসল উত্পন্ন হয় না, অনুর্বর (ঊষর মরু); যার মাটি নোনা বা ক্ষারময়
কপোল: গণ্ড; গাল
কনক: স্বর্ণ; সোনা
কেকা: ময়ূরের ডাক
চিবুক: দুই ওষ্ঠের নিম্নদেশ; থুতনি
বিরান: জনশূণ্য; বিধ্বস্থ বা পতিত
রূদ্র: শিব; কুপিত বা ক্রুদ্ধ অবস্হায় শিবের প্রলয়মূর্তি; উগ্র, ভীষণ (রুদ্র রূপ); সংহারক (রুদ্র রোষ)
শেল: প্রাচীন অস্ত্রবিশেষ, শূল (শক্তিশেল); শেলতুল্য যন্ত্রণাদায়ক বস্তু
======