সংখ্যাগুলো গুনতে হলে, শুনতে হবে লাখে,
এমনতরো হাট বাজারে, এলাম সখার ডাকে;
ভাবছি বসে এই সুযোগে, ছড়ার ভাঁড়ার খুলে,
মধুর হাঁড়ি স্মৃতির ঝাঁপি, ছড়াক সুবাস ফুলে।
মিষ্টি কথার পরাগ নিয়ে, শতেক ভ্রমর এসে,
পরশ ছোঁয়ায় যাদুর কাঠি, উঠবে সবে হেসে।
স্নিগ্ধ আলোয় বান ভাসিয়ে, কষ্ট ক্লেদের ধোঁয়া,
শান্তি প্রলেপ দেয় ভুলিয়ে, স্বপ্ন গেলে খোয়া।
এক কোনেতে চুপটি বসে, হট্টগোলের মাঝে,
কেউ খোঁজেনা ছড়ার দোকান, বিকেল গড়ায় সাঁঝে;
ঝাঁপ গুটিয়ে যাচ্ছি চলে, আবার সকাল হলে,
নতুন আশায় ফিরবো কিগো বন্ধু হব বলে?
===
ছড়াবাজ (২৩-মে-২০২০)