xy:
ভাল্লাগেনা, মোটেই তোর ঐ, কথার ধরণ,
বিশ্রী লাগে, হঠাৎ হঠাৎ, কথার ফোঁড়ন।
ঘুমের মাঝে, কথার তোড়ে, জাগিয়ে তোলা,
চালিয়ে এসি, রাখিস কেন, দরজা খোলা?
xx:
দাঁত মাজোনা, বকছো কেন, গন্ধ মুখে,
আয় দেখে যা, রাখছে আমায়, কেমন সুখে …
সব রেডি পাও, যখন যা চায়, মন তোরি,
বান্দি আমি? নবাবজাদা! ধ্যাত্তরি!
xy:
বুঝছি সবই, চালাস বাসায়, সোপ অপেরা,
সারাদিনেই, চলছে টিভি, ছন্ন-ছাড়া;
এসব দেখেই, কুটনামিতে, হচ্ছো সেরা,
যখন-তখন, যা খুশি তাই, করিস জেরা।
xx:
আমার খুশি, যখন যা চাই, বলবো জোরে,
তোর অনাচার, দিচ্ছি সবই, প্রকাশ করে।
চৌদ্দ পুরুষ, বংশ তোদের, যেমন তেমন,
ভাগ্য জোরে, আমায় পেলি, এইযে এমন।
xy:
জানি জানি, রাজ বংশ, তোদের সবাই,
বাদ বাকীদের, করিস তোরা, কেয়ার থোড়াই।
অহংকার ঐ, মিথ্যা সবই, চাপার জোরে,
উচ্চ সেটা, কথার ফানুস, ভূঁইয়ের ফোড়ে!
xx:
তোর ফ্যামিলি, অদ্ভুতুরে, এক সার্কাস,
চারণ ভূমি, অনাচারের, হয় চাষাবাস।
মাথায় তুলে, তৈরী করে, অসভ্য সব,
নিম্নশ্রেনীর, বস্তি যেন, খোদার গজব।
xy:
ধরছি যদি, তোর ফ্যামিলি, একটি করে,
উজবুক আর আহাম্মকে, ঘরটি ভরে!
বানালো যে, তোরি মত, একখানা পিস্
পাইলে সুযোগ, দিতাম ঝাড়ি, হাত নিশপিশ।
xx:
হতচ্ছাড়া, বুঝবি মজা, যাচ্ছি চলে,
বন্ধ খানা, খাইট্টা খা তুই, ঐ হেঁশেলে।
দেখবো মুরোদ, ম্যানেজ করিস, কেমন করে,
ছিলাম বলেই, সব রেডি পাস, হাত-পা ঝেড়ে।
::
(জীবন গেলেও, থামবে না এই, ক্যাচালগুলো,
মরলে পরেও, বলতে এসব, ঝাড়বে ধুলো …
ঝগড়াঝাটি, কপট রাগের, রাজ্য নিয়ে,
চলবে খেলা, এইতো জীবন, যাচ্ছে বয়ে।)
===
(প্রকাশ: ২২-সেপ্টেম্বর-২০২০)
এই তো জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।। 🙂