শুকনা বালুর নদী, আসতো প্লাবন যদি,
যেতাম ভেসে স্বপ্নতরী নিয়ে;
ঝকমকে সব স্মৃতি, বাস্তবতায় মেকি,
জাগতো আবার সুখ সাগরে গিয়ে।
যুগের পরে যুগ, উন্মাদনায় সুখ,
থাকলো শুধু কল্পনারি ঘেরে;
আশায় বাধি বুক, হৃদ মাঝে ধুকপুক্,
আসলো বুঝি এবার কাছে তেড়ে।
দেড়-ব্যাটারী যন্ত্র, নষ্ট হওয়া মন্ত্র,
এই হাহাকার জীবন বুঝি শেষ;
ভীমরতি এ তন্ত্র, অতিমারি আক্রান্ত,
বাঁচতে ব্যাকুল প্রেমরোগ নিঃশেষ।
==
(১৮-মে-২০২১)