সমর্পনের ষোলকলা পূর্ণ হলে,
সমাপ্তি হলে সখা তোর গলে,
উৎকন্ঠা উঁকি দেয় যেন, এ কি ক্ষনিকের মোহ?
সারাটা সময় চিন্তার বলিরেখা,
সামান্য অবসরে যদি হও একা,
অশ্রুঝড়ে উড়ে যায় কেন, সে কি আবেগের দ্রোহ?
জীবনে বন্ধুর পথ পাড়ি দিতে,
চুঁইয়ে স্মৃতিকণা মধু রস নিতে,
উদাসী মন শুধু জানে, এ যে গুপ্তধন-সম লহ … …
ছোট ভগ্নাংশ মুহুর্তগুলো,
তাড়ায় স্মৃতিতে জমে থাকা ধুলো,
ফেলে আসা ক্ষণ আহা, নিশ্চিত জানো এ নয় বিরহ।
==
(১৬-জুন-২০২১)