ঝকমকে যৌবন,
উড়ু উড়ু এই মন,
সেই এলোকেশী, হলেন প্রেয়সী।
গোধূলীর সন্ধ্যায়,
দুজনে ঘুরে বেড়ায়,
হুড তুলে বেশি, ভালবাসা দেশী।
দু’জনে দু’জনার,
লুকিয়ে সময় পার,
মিলে অবশেষে, বর-কনে বেশে।
স্মৃতিগুলো বম্বশেল,
টক ঝাল কদবেল।
আয়েশে জাবর, কাটে অবসর।
ঝকমকে যৌবন,
উড়ু উড়ু এই মন,
সেই এলোকেশী, হলেন প্রেয়সী।
গোধূলীর সন্ধ্যায়,
দুজনে ঘুরে বেড়ায়,
হুড তুলে বেশি, ভালবাসা দেশী।
দু’জনে দু’জনার,
লুকিয়ে সময় পার,
মিলে অবশেষে, বর-কনে বেশে।
স্মৃতিগুলো বম্বশেল,
টক ঝাল কদবেল।
আয়েশে জাবর, কাটে অবসর।
বেশ হয়েছে। তবে জাবর কাটার সময় এখনও হয়নি! হাহা