ছড়াবাজ একটা অস্তিত্ব যা ছড়া রচনা করতে চায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে যে কথাগুলো স্বাভাবিক ভাবে বলা যায় না তা হয়তো ছড়ার চপলতায় বেরিয়ে আসবে। কখনো হয়তো ভাবের চোটে ছড়াগুলো কবিতার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
ছড়াবাজের ঠিকুজি, বয়স, লিঙ্গ, ধর্ম এসব এখানে অপ্রাসঙ্গিক।
ছড়াবাজি মূলত চলে প্রজন্ম ফোরামে, এটা তার আরেকটা সংগ্রহশালা হয়ে থাকবে।
পরিচয় চাই নাকো, ছড়াবাজি চলুক !
ছিটানো সোনা গুলো এখানে জমুক !
সংগ্রহশালা করে ভালই করেছেন….. ঢুঁ মারবো প্রতিরাতে রুলবুক হাতে না নিয়ে কেবলমাত্র নির্মল মজা আর শ্লেষ উপভোগ করতে ৷
ছড়ার কবিতা হয়ে ওঠা? হা হা হ কী দরকার তার? ছড়া তার নিজের মতই অদ্ভুত মাদকতাময়। অনন্য প্রফুল্লতাদায়ি। আপনার সংগ্রহশালা ছড়ার আনমোল মুক্তোতে ভরে উঠুক!
ছড়া বাজকি আজীবনই অপরিচিত থাকবেন নাকি?
আয়নার সামনে দাঁড়িয়ে বলুন তো, প্রতিবিম্বটাকে আসলেই চিনেন কি না? তাছাড়া বলুন দেখি ইনভারব্রাশ, উদাসীন, ডেডলক, ফায়ারফক্স — এনাদেরকে চেনেন কি না? শুধু শুধু ছড়া ছেড়ে ছড়াবাজের খোঁজের হেতু নাই।
তাহলে আপনি অপরিচিতই থাকতে চাচ্ছেন।
পরিচয় জানা বা না জানাতে কি ছড়াগুলোর অর্থ পরিবর্তন হয়ে যায়? নাকি রাজু ভাই, ইনভার ভাই লিখছে বলেই সেটা ভালো জিনিষ হবে, আর মিস্টার অচেনা লিখছেন বলেই সেটা খারাপ হয়ে যাবে?
পরিচয় জানলে বেশি বেশি রেপুটেশন দিবেন কি না কন? :-p
আপনার ব্লগে রেপুটেশনও দেওয়া যায় নাকি? তা ভাই পরিচয় নাই বা দেন- একটা অন্তত ফটো আপলোড দিয়েন। আপনার মতো জ্ঞানী মানুষের ছবি দেখাটাও ভাগ্যের ব্যাপার।
আগে ডেডলক ভাই, ইনভার ভাই আর উদাসীন ভাইয়ের ছবি খুঁজে বের করতে পারি কি না দেখি … … …
ছড়াবাজি চলে মূলত প্রজন্ম ফোরামে; এটা তারই আরেকটা সংগ্রহশালা। কাজেই রেপু সংক্রান্ত নির্লজ্জ কথাটা ফোরাম সংক্রান্ত … … 😉
আপনি তো বড্ড সুবিধাবাদী লোক। ঘুরাফেরা করবো ব্লগে, আর সম্মাননা দিবো ফোরামে?
জ্বী, গুরু!