বাম কান বরাবর, দিব এক থাপ্পড়,
ভেজা কাপড়ে যে তোর, মাথা দেবে চক্কর।
কাপড়টা ভেজা কেন, প্রশ্নটা কোরো না,
ইমপ্যাক্ট থাপড়ের, ব্লাডারটা দোষী না।
যদি হই রূষ্ট, ওরে ও পাপিষ্ঠ,
ফেলে খুব খচবো, হবি পা-পিষ্ট।
বাঁশ-লাঠি করি তাড়া, বল্লম আর কোঁচ,
হাতে খোলা ভোজালি, পিঠে এক রাম পোচ।
ঢেলে তেল পেট্রল, কাঠি ফস্ দেশলাই,
ক্রোধের ঐ অনলে, পুড়ে তুই হবি ছাই।
মাটি পুড়ে হয় সোনা, তুই যদি বুঝতি,
পোড়া এই মনটারে, খুব করে খুঁজতি।
বুঝতিস এ্যাত যদি, ওরে ব্যাটা হনুমান,
দিতি তুই বিলিয়ে কি, ভালবাসা অনুদান?
আর নয় মিটমাট, বোকা সাজা ঐ চাল,
পাই পাই বুঝে নে, উপহার এ ক্যাচাল।
===