পীর বাবাজি পাগলা বেশে,
বসে কষে হুক্কা দম,
কথাবার্তা’র হুশ টা কোথা!
অর্থবোধক শব্দ কম।
ভক্তকূল হচ্ছে জড়ো,
সমস্যা যে পাহাড় সম,
বাবার দোয়া, তাবিজ পড়া,
ঝেটিয়ে বিদায় শত্রু যম!
এদের মাঝে লিয়াঁজোতে,
বাবার খাদেম বদগুলা,
ইশারা আর হালুম হুলুম,
অর্থ গুলো জ্বলজ্বলা।
হালুম দিল বেজায় জোরে,
প্রবলেম সলভ্ দে হাজার,
তোর হুমটা বলছে সুরে,
ফ্যাল দুটা নোট, শ’টাকার।
ভাব বোঝনা? কেনই তবে,
চ্যাটাং চ্যাটাং কথার খোট্,
যা পড়ে বুঝ্, কবিতার বই,
লাগবে কাজে, এখন ফোট্।
কবিতার ঐ ভাবের বড়ি,
যদি না হয় বদ হজম,
বুঝবি তবেই গুরুর কথা,
ভাব জমাট আর শব্দ কম।
কবির আবেগ, ভাব যে ঘন,
জমাট দুই-এক শব্দতে,
বুঝতে হলে, গলাও মনে,
গল্প বিশাল পশ্চাতে।
সবাই এসব বুঝবে নাতো,
ভাববে কী এই হুম-হালুম,
উপন্যাস যে এর বিপরীত,
ঘিলুর মাঝে হয় মালুম।
===