গরম কালে পড়বে গরম,
শরম কোনো নাই তাতে,
পড়লে গরম ঘামতে হবে,
মেকাপ যাবে একসাথে।
কিংবা ধর, ঘামছি সবাই,
ভিজলো পোশাক জবজবে,
ভনভনিয়ে ঘুরছে মাছি,
গন্ধ; মশাও কামড়াবে।
বিচলিত হও যদি ভাই,
স্বাভাবিক এ এই দেশে,
শীতের দেশের স্মৃতির ঠাঁটে,
ন্যাস্টি ভাবো অক্লেশে!
নাও হে মেনে, এ-ই স্বাভাবিক,
ঘাম ঝরা এই ক্রান্তি দেশ,
ঘামে ভেজা পোশাক নিয়েও,
থাকবে মনে শান্তি বেশ।
কিংবা ধর, ট্রাফিক জ্যামে,
দিচ্ছো গালি দেশটাকে,
অসভ্যতার দায় ভারটা,
তোমার কি নাই; কে ভাবে!
অসহিষ্ণু সবাই মোরা,
সবাই আগে চায় যেতে,
নাক বাড়িয়ে রিক্সা, গাড়ি,
গিট্টু জ্যামে, দোষ কাকে?
নাও মেনে এ গরীব দেশে,
টানাটানি রিসোর্স কম,
একটু বসে ট্রাফিক জ্যামে,
ধৈর্য ধর, গুতাও কম।
লেখালেখির ফোরাম ব্লগে,
তিড়িং বিড়িং কুয়ার ব্যাঙ,
বুঝাও তাকে, লাফায় যদি,
মচকে যাবে তারই ঠ্যাং।
থাকবে নাতো সবাই সমান,
শিক্ষা, বয়স ভিন্ন সব,
নাও মেনে নাও, এ-ই স্বাভাবিক,
অ্যাডজাস্টমেন্ট শান্তি ভব।