বলি নাই শরমে,
ভীষন এই গরমে,
কত লোক মরে যায়, ভারতের পথে।
ভাবছি এ কী নিশান,
পুড়ে গিয়ে এ শ্মশান,
আমরাও টিকে আছি, শুধু কোনো মতে।
পানি নিয়ে খেলাধূলা,
তিস্তা যে হল মূলা,
টিপাইয়ের মুখে নাকি, বাঁধ দেয় তারা … …
রেগে গেলে ধরাধাম,
আমাদের বিধি বাম,
ঠ্যালা সামলানো দায়, চারিদিকে মরা।
অনাচারে এই পানি,
পাল্টাবে সবি জানি,
পদ্মাটা মরে গিয়ে, আজি ধূ-ধূ চর … …
প্রকৃতিকে ল্যাং মেরে,
ওস্তাদি বাদ দে রে,
পিপাসায় ছাতি ফাটে, এ্যালা কিছু কর্।
==
(৩০-মে-২০১৫)
//রেগে গেলে ধরাধাম,
আমাদের বিধি বাম,//
– দারুণ বলেছেন। প্রকৃতির বিরুদ্ধে আসলে বেশিদিন টিকে থাকা যায় না। একদিন না একদিন প্রকৃতি প্রতিশোধ নেবেই।
শুভেচ্ছা রইলো।
বাদ যদি দিতে হয়
অশনি রে বাদ দে!
আমাদের দাবী শুধু
ভাত দে। ভাত দে।