অতীত আর ভবিষ্যতের দ্বন্দ্ব বিক্ষুব্ধ
ক্ষতবিক্ষত ধৈর্য্য যদি না হয় বিশুদ্ধ।
আপাত অটল গিরি, ফাঁটে প্রগাঢ় কান্নায়,
বেখেয়ালী সবে ভাবো, ছড়া ফল্গুধারায়।
প্লাবন শুকিয়ে কাদা, শুভ্র পলি নোনা,
বিস্মৃতির তীব্র জেদে, কাষ্ঠহাসি শোনা;
উদাসীন ভবলীলায়, নিষ্প্রাণ ছন্দমাত্রা,
গোপন রোদনে সিক্ত, খরায় জীবনযাত্রা।
শাঁখের করাতে বন্দী, রুধিরাক্ত হৃদে,
শান্ত অনড়ে হ্রাসে, অত্যাচারী ক্ষিদে।
দাঁতকপাটি চোয়ালে, প্রতিজ্ঞাতে দ্রোহ,
নক্ষত্রমালায় প্রেম, দূরত্বে ফেরে মোহ।
===
(২১-সেপ্টেম্বর-২০২০)
আবেগেই, আজো বেঁচে থাকা
আবেগেই, সবে ভালো লাগা
আবেগেই, কষ্ট বয়ে নেয়া
আবেগেই, এই পথ চলা।