খাদ্য বিষয়ক অক্ষমতা

পকেট যখন থাকতো ফাঁকা,
মনটা শুধু করতো খা খা,
রুচতো মুখে সব খাবারই,
হোক সে হোটেল কিংবা বাড়ি।

চাইলেও কি থাকতো উপায়,
খাইতে খাবার মন ভোলা,
মানিব্যাগের কয়টি টাকা,
বাস ভাড়াতে থাক তোলা।

চান্সটি পেলে হঠাৎ করে,
দাওয়াত কিংবা ফিস্ট হলে,
সাঁটিয়ে দিলাম উনিশ খানা,
পরটা আর চাপ গিলে।

কিংবা ঘরোয়ার খিচুড়ি,
একবারেতেই তিনটা ফুল,
চেটেপুটে সব খাওয়াতে,
পেটুক আমি হতাম কুল।

এমন করেই কাটলো সময়,
স্মৃতিময় সেই লোলঝরা,
বয়স ভারে, শরীর কাঁপে,
মানিব্যাগে নাই খরা।

পকেট এখন থাকছে ভরে,
চাইলে পারি তিন বেলা,
চাকুম চুকুম খাদ্য যত,
ভরতে পারে এই গলা।

হাসছে বুঝি ঐ বিধাতা,
পরিহাসটা অলক্ষ্যে,
কতই ব্যামো এই শরীরে,
ডায়েট করাই যে রক্ষে!

খাদ্য নিয়ে অক্ষমতা,
থেকেই গেলো সব কালে,
হইলো নাতো কোনোবারই,
টাইমিং যে ব্যাটে-বলে।

About ছড়াবাজ

ছড়াবাজ একটা অস্তিত্ব যা ছড়া রচনা করতে চায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে যে কথাগুলো স্বাভাবিক ভাবে বলা যায় না তা হয়তো ছড়ার চপলতায় বেরিয়ে আসবে। কখনো হয়তো ভাবের চোটে ছড়াগুলো কবিতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ছড়াবাজের ঠিকুজি, বয়স, লিঙ্গ, ধর্ম এসব এখানে অপ্রাসঙ্গিক। ছড়াবাজি মূলত চলে প্রজন্ম ফোরামে, এটা তার আরেকটা সংগ্রহশালা হয়ে থাকবে।
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

উত্তর দিন