কান্না প্রহরের চিন্তামালা

জীবনের কোন মোড়ে, মাঝে মাঝে মনে হয়,
উত্তর জানি না, প্রশ্ন যে মনে রয়।
হা হা হাসে কে জানি, ছুঁড়ে দেয় প্রশ্ন,
উত্তর!! আরে বোকা, প্রশ্ন কী? তা জানো?

জীবনটা শেষ হলে, মৃত্যূর শয্যায়,
ডেকে বলি সন্তানে, চল্লাম দে বিদায়।
কাঁদিস না মা রে তুই, আছি আমি এই তো,
তোরই মাঝে থাকি বেঁচে, দারুন না? বলতো?

ডাকি সব ছেলেদের, যাব আমি পাহাড়ে,
খুঁজিস না আমাকে, নিরুদ্দেশ বাহারে।
আয়নায় যবে তুই, দেখবি যে নিজ রূপ,
খুঁজে পাবি আমাকেই, প্রতি কোষ, লোমকূপ।

নাহ্ থাক, থেকে যাই, লাশ হই এখানেই,
থাকে যদি কবর এক, কাঁদবে যে সেখানেই।
যমরাজ কাছাকাছি, তখন কী ভাববো?
বেঁচে থাকা আঁকুতি, ধরে কি গো থাকবো?

নাকি সেই স্মিত-হাসি, দিব সবে যে বিদায়,
মরা লাশে হাসিমুখ, সমাপ্তি এ ধরায়।
জীবনটা কাজময়, আছে সুখ দূঃখ,
পিঁপড়ার জীবন এ, ভাবটা যে সুক্ষ্ণ।

শরীরটা ছেড়ে যাব, চিন্তাটা ক্ষ্যাপা রে,
দেখবো দিগন্ত, একা বসে পাহাড়ে।
কান্নার প্রহরে, মন ভার, মাথা জট,
যাহা কিছু লিখি ভাবি, হয় বুঝি হাই থট।

এলোমেলো মাথা ভরা, উজবুকে চিন্তা,
সব ভুলে তারপর, শুরু করি দিনটা।
জীবনটা নাটুকে, অ্যাক্টিং যে ধড়ে,
অদ্ভুদ কাম কাজ, মগ্নতা জাবরে।

About ছড়াবাজ

ছড়াবাজ একটা অস্তিত্ব যা ছড়া রচনা করতে চায়। জীবনের বিভিন্ন দিক নিয়ে যে কথাগুলো স্বাভাবিক ভাবে বলা যায় না তা হয়তো ছড়ার চপলতায় বেরিয়ে আসবে। কখনো হয়তো ভাবের চোটে ছড়াগুলো কবিতার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ছড়াবাজের ঠিকুজি, বয়স, লিঙ্গ, ধর্ম এসব এখানে অপ্রাসঙ্গিক। ছড়াবাজি মূলত চলে প্রজন্ম ফোরামে, এটা তার আরেকটা সংগ্রহশালা হয়ে থাকবে।
This entry was posted in Uncategorized and tagged , . Bookmark the permalink.

1 Responses to কান্না প্রহরের চিন্তামালা

উত্তর দিন